প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৪:৫৮ এ.এম
উৎসবমুখর পরিবেশে উলিপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন চলছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। পৌরসভার ১৮টি কেন্দ্রে সকাল ৮টা হতে থেকে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোট দিচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনে ইতিমধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন,পুলিশ প্রসাশন ও নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ রিপোর্ট লেখা দুপুর ১২টা পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে ৪৫৩ জন পুলিশ, ৩৩ জন র্যাব,৪৫ জন বিজিবি, ০৫ জন ব্যাটালিয়ন আনসার ও ১৮০ জন সাধারণ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সদা প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন । এ ছাড়াও বিজিবি, র্যাবের মোবাইলটিম এবং পুলিশের মোবাইল টিম কাজ করবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy