নিজস্ব প্রতিবেদকঃ
চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়।
সোমবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী ইকবাল খানের মনোনয়নপত্র বাতিল করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল খান উপজেলার কদমতলী বাজার এলাকার জনতা ব্যাংক দিঘড় শাখায় ২২ লাখ টাকা ঋণ নেন। যা তিনি নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পরিশোধ করেননি। ফলে নির্বাচন কমিশন ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।
ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,ঋণ খেলাপির কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উপজেলার জনতা ব্যাংক দিগড় শাখায় তিনি একজন ঋণ খেলাপি গ্রাহক। ব্যাংক কর্তৃপক্ষের আপত্তির কারণে তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে তাঁর আপিল করার সুযোগ আছে।
নৌকার প্রার্থী ইকবাল হোসেন খান বলেন,আমি ঋণ খেলাপি নই।এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রমাণ দিয়ে জেলা নির্বাচন অফিসারের কাছে আপিল করেছি।আপিলে প্রার্থিতা ফিরে পাব বলে আশা করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy