প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ১১:৩৩ এ.এম
এইচ,এম,ষ্টীল ইন্ডাষ্ট্রী দেশেরে অর্থনীতিতে নতুন সংযোজন, বললেন ভূমিমন্ত্রী
আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম শহরের অদুরে নবগঠিত কর্ণফুলী উপজেলার জুলধা এলাকায় উৎপাদন কার্যক্রমে যাত্রা শুরু করল মোস্তাফা হামিক গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজের মালিকানাধীন নতুন শিল্প প্রতিষ্টান এইচ,এম,ষ্টীল ইন্ডাষ্ট্রি লিঃ।
শনিবার সকাল ১১টায়, কর্ণফুলী নদীর তীরবর্তি জুলধা এলাকায় স্হাপিত কারখানা প্রাঙ্গনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী, আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় এলাকার সাংসদ আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন এই ধরনের শিল্প কারখানা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখার পাশাপাশি স্হানীয় জনতার কর্ম সংস্হান সৃষ্টি করবে। ফলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান হবে।
মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান, সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব মনজুর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সীতাকুন্ড আসনের সাংসদ ও প্রতিষ্টানটির পরিচালক জনাব দিদারুল আলম, ইউসিবিএল এর ব্যাস্হাপনা পরিচালক শওকত জামিল, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি।
এ ছাড়াও কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তা, স্হানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্যে অত্র কারখানার জি,এম, নিপূন চৌধুরী জানান দেশের স্বনামধন্য বেসরকারী ব্যাংক ইউসিবিএল এর আর্থিক সহযোগিতায় গড়ে উঠা এইচ, এম,ষ্টীল ইন্ডাষ্ট্রীতে সব মিলিয়ে প্রায় দেড় হাজার শ্রমিক কর্মচারী কাজ করছে।
রড, চ্যানেল ও এ্যাঙ্গেল মিলে সর্বমোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার'শ মেট্রিক টন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy