আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৮০ লাখ ৩৭ হাজার ১৪০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ২৬১ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৩৯ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৯৯৭ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৪০ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৩৬ লাখ ১৬ হাজারের বেশি সংক্রমিত।
মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে ৩৭ হাজার। আক্রান্ত ৩ লাখ ১৮ হাজার মানুষ। এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। এদিন রেকর্ড ৬১৪ মৃত্যু দেখেছে দেশটি। এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy