একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা
মিজানুর রহমান মিজূ নিজস্ব প্রতিবেদকঃ
FacebookTwitterShare
শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা বেগম নামে এক প্রসূতি। জন্ম নেয়া শিশুদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। তারা সুস্থ রয়েছে বলে জানা গেছে।
Surjodoy.com
লুৎফা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়ার গার্মেন্টসকর্মী রাসেল মিয়ার স্ত্রী। রোববার দুপুরে শেরপুর সদর হাসপাতালে তিন ছেলে-মেয়ের জন্ম দেন
পরিবার জানায়, চার বছর আগে রাসেলের সঙ্গে লুৎফার বিয়ে হয়। এই প্রথম তাদের ঘরে সন্তান এলো, তাও একসঙ্গে তিনজন।
The Daily surjodoy
শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন বলেন, গত শনিবার ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হন। রোববার দুপুরে নরমাল ডেলিভারিতে তিন নবজাতকের জন্ম দেন। তিন সন্তান সুস্থ আছে। তবে তাদের মা কিছুটা অসুস্থ, তার চিকিৎসা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy