অনলাইন ডেস্ক
বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, সম্পর্কের টানাপোড়েনের কারণে, আর্থিক জটিলতার কারণে তারা মানসিকভাবে অবসাদগ্রস্থ হচ্ছে। বাবা-মা, বন্ধু-বান্ধব কারো কাছে শেয়ার করতে না পেরে তারা নিজেকে একা মনে করে এবং নিজের আবেগ ধরে রাখতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়।
আপাতদৃষ্টিতে, তাদের মৃত্যুর কারণ অন্যদের কাছে ছোট মনে হলেও কারণটি ওই মুহূর্তে ওই ব্যক্তির জন্য অনেক বড় কারণ হয়ে সামনে এসেছিল। গবেষণামতে, বাংলাদেশে ২০২১ সালে ১০১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজের হাতেই নিজের জীবন নিয়েছেন। Basically, বর্তমান সমাজের এই চিত্র থেকেই আমার গানটি লেখা। একজন একাকী মানুষের না বলতে পারা কস্ট, যন্ত্রনাগুলোকে গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
Youtube : https://www.youtube.com/watch?v=XYlgH_YyIAw
Facebook Page : https://www.facebook.com/nomanarafpage