প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:২৮ পি.এম
একাধিক মামলার আসামি বাউফলের মাদক ব্যবসায়ী পটুয়াখালীতে গাঁজাসহ আটক.
রানা, পটুয়াখালী::
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানান, শনিবার (০৪-সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই (নিঃ) বিপুল হালদার এর নেতৃত্বে সঙ্গীয় এস,আই হাফিজুর রহমান, এ,এস,আই রাসেল মিয়া, এ,এস,আই নজরুল ইসলাম ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন ইদ্রাকপুর গ্রামে বাইতুন নুর জামে মসজিদ এর পার্শ্বে জনৈক মনিরুল ইসলামের দোকানের সামনে থেকে একাধিক মাদক মামলার ২ জন আসামিকে আড়াই কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো (১). মিজানুর রহমান (২৮), পিতাঃ মৃত কালাম সিকদার, মাতা-হনুফা বেগম, সাং-কাশিপুর (সিকদারবাড়ী), (২). আবুল সিকদার (২৬), পিতাঃ ছালাম সিকদার, সাং উত্তর লক্ষিপাশা, উভয় থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।
ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী কালে ১নং আসামি মোঃ মিজানুর রহমান (২৮) এর দখল হইতে স্কুল ব্যাগে সংরক্ষিত দুইটি পোটলা, যাহার ওজন ২ কেজি ও ২নং আসামি এর দখল হইতে শপিং ব্যাগে সংরক্ষিত একটি পোটলা, যাহার ওজন ৫০০ গ্রাম গাঁজা, মোট- ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ আকতার মোর্শেদ প্রতিবেদককে বলেন, আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy