প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ১:২২ এ.এম
একের পর এক রেকর্ড গড়ছে পুঁজিবাজার

আমান উল্লাহ প্রতিবেদকঃ
একের পর এক রেকর্ড গড়ছে পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সসহ অন্য সব সূচকেও অতীতের সব রেকর্ড ভেঙে গড়েছে নতুন রেকর্ড। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস ধরে ডিএসই ও সিএসইতে সূচকের উত্থান হয়েছে।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১৪০ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।
এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিন শেষে ডিএসইতে ৩৭৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
ডিএসইতে এদিন ২ হাজার ৮৫৬ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy