1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
এক দিনে একুশটি নিয়োগ পরীক্ষা সাথে চলছে মাস্টার্স অনার্সে পরীক্ষা শিক্ষার্থীরা বিপাকে
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা

এক দিনে একুশটি নিয়োগ পরীক্ষা সাথে চলছে মাস্টার্স অনার্সে পরীক্ষা শিক্ষার্থীরা বিপাকে

  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৫.৫৩ পিএম
  • ২০৯ বার পঠিত
শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধি:
করোনা মহামারির কারণে সরকারি-বেসরকারি আটকে থাকা অনেকগুলো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসাতেই শুরু হয়েছে এসব নিয়োগ পরীক্ষা।
এদিকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কারণে অনার্স ও মাস্টার্স এর ছাত্র ছাত্রীদের সমস্যা সবচাইতে বেশি।এক দিকে অনার্স ও মাস্টার্স এর পরীক্ষা শুরু হয়েছে অন্যদিকে চলছে চাকুরীর নিয়োগ পরীক্ষার । সব মিলিয়ে যেন তালবেতাল অবস্থা শিক্ষার্থীদের।
এবার আসল কথায় আসি, “এসো জ্ঞানের সন্ধানে বেরোও দেশের কল্যাণে”। এই কথাটির সাথে যেন শিক্ষার্থীদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। আজ নয় কাল,কাল নয় পরশু এভাবেই হঠাৎ করেই খুলে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শুরু হয়েছে আটকে থাকা পরীক্ষা আর আটকে থাকা নিয়োগ পরীক্ষা গুলো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যেন এক যোগে নিতে শুরু করেছে । এ যেন লেজেগোবরে অবস্থা শিক্ষার্থীদের।
করোনার কারণে দীর্ঘ প্রতীক্ষার পর তার গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ২১টি নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়। যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তাতে করে দেশের অনেক পরীক্ষার্থীর ১৮ সেপ্টেম্বর অনার্স-মাস্টার্স পরীক্ষা থাকার কারণে অনেক পরীক্ষার্থী চাকরির পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারেনি।
সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিশ্চয় বিবেচনা করা উচিত একজন পরীক্ষার্থী শুধু একটি নিয়োগ পরীক্ষাতে এপ্লাই করেনি,নিশ্চয় সে একাধিক নিয়োগ পরীক্ষায় এপ্লাই করেছে। তাই একজন শিক্ষার্থী চারদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রাতিষ্ঠানিক শিক্ষার। অন্যদিকে মহামারী করোনার কারণে বয়সসীমা পেরিয়ে গেছে অনেকের। যারা চাইলেও আর কখনো নিয়োগ পরীক্ষায় এপ্লাই করতে পারবে না। তারা মহামারী করোনা তাদের জীবনের মূল্যবান প্রায় দুই বছর হারিয়েছে।
যদিও চাকুরীর নিয়োগ পরীক্ষা গুলোতে যে শিক্ষার্থীরা সকাল-বিকেল দুইটি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পেরেছে।
তার মানে পরিষ্কার যে একজন পরীক্ষার্থী ২১ টি চাকরির পরীক্ষার জন্য এপ্লাই করেছিল কিন্তু সেই পরীক্ষার্থী মাত্র দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেছে। আর যাদের অনার্স মাস্টার্স পরীক্ষা ছিল তারা তো বেশিরভাগই ঐদিনের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারেনি।
অনেক শিক্ষার্থীর মনে ক্ষোভ জন্মে গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন বিশ থেকে ত্রিশ বছর বয়সে বাবার কাছ থেকে হাত পাতিয়ে টাকা দিয়ে করা নিয়োগ পরীক্ষার আবেদন করে ও শেষ পর্যন্ত পরীক্ষা
দিতে পারেনি । এই যেন তারই ক্ষোভের বহিঃপ্রকাশ।
গরিমসি না করে যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেন, মেধা খাটিয়ে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন, তাদের জন্য এই পরীক্ষাগুলো এবং এই সিদ্ধান্ত গুলো আত্মহত্যা সমান। একজন শিক্ষার্থী গড়ে ২০ থেকে ২৫ বছরে অনার্স-মাস্টার্স শেষ করে। তারপর আবার চাকরির বয়সসীমা করা হয়েছে মাত্র ৩০ বছর । তাই সরকারের বা বেসরকারি প্রতিষ্ঠান গুলো যারা প্রতিষ্ঠানের জনবল বাড়ানোর জন্য লোক নিয়োগ দেন তাদের উচিত অবশ্যই পর্যাক্রমে বা ধীরে ধীরে পরীক্ষা গুলো নেওয়া।
সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী নিঝুম রায় রিম্পা বলেন, ১৮সেপ্টেম্বর আমার মাস্টার্স পরীক্ষা থাকার কারণে আমি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলাম না । আমি সম্ভবত আট থেকে দশটি পরীক্ষার এপ্লিকেশন করেছিলাম। দুর্ভাগ্যবশত আমি একটি পরীক্ষিত ও অংশগ্রহণ করতে পারলাম না। কারণ শুক্রবারে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজে আমার  চাকরির পরীক্ষা সিট ছিল। শুক্রবারে পরীক্ষা দিয়ে ঢাকা থেকে বাড়ির এসে আবার কলেজে মাস্টার্স পরীক্ষা দেওয়াটা অসম্ভব ছিল । কারণ ঢাকা থেকে বগুড়ার দূরত্বটা অনেক। তারপর আর একটি কথা না বললেই নয় বর্তমানে বিশ্বরোডের কাজ চলছে ঠিক এই মূহুর্তে রাস্তায় যানজট ছিল বটে তাই আমার পক্ষে চাকরির পরীক্ষা দিতে যাওয়া সম্ভব হয়নি।
যে সকল নিয়োগ পরীক্ষা গুলো গত শুক্রবারে (১৭ সেপ্টেম্বর) ছিল তা এক নজরে দেখে নেয়া যাক ।
উত্তরা ব্যাংক লিমিটেড লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। চলবে এক ঘণ্টা। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র পরীক্ষা চলবে বিকাল ৩টা-৪টা পর্যন্ত। যমুনা ব্যাংক লিমিটেডের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিটে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে ১১টা ৩০ মিনিটে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরীক্ষার সময় ১০ টায়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়, চলবে ১২টা পর্যন্ত। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পরীক্ষার সময় সকাল ১১টা।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড’র ‘মিটার টেস্টার’ পদে পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পরীক্ষা শুরু হবে বিকাল ৩টায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদফতরের ‘ওয়াচার কনস্টেবল’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। এ ছাড়া ২৪ সেপ্টেম্বরও প্রতিষ্ঠানটির একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিভিন্ন পদে ১৭ ও ২৪ সেপ্টেম্বর এবং ১, ৮ ও ১৫ অক্টোবর সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র পরীক্ষা ১৭ ও ১৮ সেপ্টেম্বর। সময়: বিকাল ৩টা।
এসব পরীক্ষা ছাড়াও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এদিন বিএএফ শাহীন কলেজ, আইএফআইসি ব্যাংক ,কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট’র বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সবগুলো পরীক্ষা সকাল-বিকেল বেলা হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews