ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। সেখানে তাদের প্রতিপক্ষ আটলান্টা। নক আউট পদ্ধতিতে হবে খেলা। দ্বিতীয় লেগের কোন অপশন নেই। সেমিফাইনালেও একই অবস্থা।
ফলে পিএসজি যদি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তাহলে তিনটি ম্যাচ খেলতে হবে তাদের। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল।
এর বাহিরে এই মৌসুমে আর দুটি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ রয়েছে পিএসজির। দুটি ম্যাচ আবার দুটি ফাইনালের। একটি কোপা ডে লা লিগা এবং অন্যটি কোপা ডে ফ্রান্স কাপ।
সব মিলিয়ে এই পাঁচটি ম্যাচ জিতলে পিএসজি এই মৌসুমে পাঁচটি শিরোপা জয়ের রেকর্ড করবে। ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে পাঁচটি শিরোপা জয়ের রেকর্ড করবে তারা।
পিএসজি ইতোমধ্যে দুটি শিরোপা জিতেছে এই মৌসুমে। একটি হচ্ছে লিগ ওয়ানের শিরোপা এবং অন্যটি হচ্ছে ট্রফি দেস চ্যাম্পিয়নস কাপ। শেষের প্রতিযোগিতার ফাইনালে রেনেসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy