প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:২৪ এ.এম
এক যুগে দালালের খপ্পরে ইউরোপে পাচার হয়েছেন ৬৩ হাজার বাংলাদেশি
আমান উল্লাহ প্রতিবেদকঃ
এক যুগে অবৈধভাবে ইউরোপ গেছে সাড়ে ৬৩ হাজার বাংলাদেশি। এর মধ্যে শুধু চলতি বছরের ছয় মাসেই গেছেন সাড়ে তিন হাজার। দুটি বেসরকারি সংস্থার গবেষণা বলছে, অবৈধভাবে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এসব মানুষ পাচার হয়েছে।
দক্ষিণ কেরানিগঞ্জের এই দোকানে শ্রমিক হিসেবে কাজ করছেন খুলনার মোহাম্মদ রানা। ২০১৫ সালে জাকির নামে এক দালালের খপ্পরে পড়েন। ইউরোপ পাঠানো হবে, তাই প্রথমে দুই লাখ টাকা দেন জাকিরকে। এরপর এক মাসের ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয় আজারবাইজানে।
এখানেই ভোগান্তির শেষ নয়। দেশে ফিরে জাকিরের কাছে টাকা চাইলে আসে সৌদি আরব পাঠানোর প্রলোভন।
গবেষণা প্রতিবেদন বলছে, গত এক যুগে নানা উপায়ে ইউরোপ গেছেন ৬২ হাজার ৫৮৩ জন বাংলাদেশী। আর চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি ইউরোপে যান।
গবেষণায় বলা হয়েছে, তরুনদের মধ্যে যুক্ত রাজ্যে যাওয়ার প্রবণতা বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে যেতে জনপ্রতি খরচ হয় ৩ থেকে ১৫ লাখ টাকা।
২০০৮ সাল থেকে এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy