ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
র্যাব-৭ এর অভিযানে রাঙ্গামাটির জেলার এডভোকেট ঝন্টু কুমার নাথ হত্যা মামলার পলাতক আসামী দিলীপ কান্তি নাথ (৩৮) আটক।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মামলা নং-০৪, তারিখ- ২৮/০৮/২০২১ ইং, ধারা-৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড বিজ্ঞ আদালতের আদেশ নং-০৩, তারিখ ১৯/০৯/২০২১ ইং মুলে সংযোজন ধারা ৩০২ পেনাল কোড রাঙ্গামাটির জেলার এডভোকেট ঝন্টু কুমার নাথ হত্যা মামলার পলাতক আসামী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন সরকার হাট বাজার এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ নভেম্বর ২০২১ ইং তারিখ ৪.৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী দিলীপ কান্তি নাথ (৩৮), পিতা- মৃত রাজেন্দ্র নাথ, সাং-নোয়াজিশপুর, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম বর্তমানে সাং- মাস্টারঘোনা, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে উপরোল্লিখিত হত্যা মামলার পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy