বিশেষ প্রতিনিধিঃ
ড. হাছান মাহমুদ এমপির ছোঁয়ায় অন্ধকার রাঙ্গুনিয়া আজ আলোকিত জনপদে পরিণত
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা বীর মুক্তিযোদ্ধা এড. নুরুচ্ছাফা তালুকদার এর ১০ মৃত্যু বার্ষিকী স্মরণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে দক্ষিন রাঙ্গুনিয়ার পদুয়া হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা এড. নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলা গত ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব সাঈদ মাহামুদ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ অঞ্জন বিশ্বাস, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার রফিক উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদৎ হোসেন তালুকদার, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল আজিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ রাসেদুল ইসলাম রাসেল।
এতে আরও উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ তারেক হোসেন, পদুয়া ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দিদার হোসেন পাইলট, পদুয়া ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান তালুকদার রুবেল প্রমুখ।
খেলার শুরুতেই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. নুরুচ্ছাফা তালুকদার ও সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
হাটহাজারী মাদার্শা একতা সংঘ বনাম খুরশিয়া জুনিয়র একতা সংঘের মধ্যকার অনুষ্ঠিত এ খেলায় খুরশিয়া জুনিয়র একতা সংঘ ০১ গোলে হাটহাজারী মাদার্শা একতা সংঘের বিপরীতে জয়লাভ করে।
খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় খুরশিয়া জুনিয়র একতা সংঘের খেলোয়াড় মোঃ রিয়াদ। খেলায় ধারাবিবরণীতে ছিলেন বিশিষ্ট ধারা ভাষ্যকার সাহাদৎ হোসেন তালুকদার।
খেলা শেষে কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিছু মানুষ আছে যারা মরেও অমর হয়ে আছেন তাদের কাজের দ্বারা। মৃত্যু অমােঘ জেনেও এ সংক্ষিপ্ত জীবনে কেউ কেউ মানবকল্যাণে কিছু কীর্তি রেখে গেছেন, মৃত্যুর পরও তাঁরা মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকেন। কীর্তিমানের মৃত্যু হলে তাঁর শরীরের অবসান হয় বটে কিন্তু তাঁর মহৎ কাজ, অম্মান কীর্তি তাঁকে বাঁচিয়ে রাখে। কীর্তিমান মানুষদের মৃত্যুর শত শত বছর পরেও মানুষ তাঁদের স্মরণ করে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এড. নুরুচ্ছাফা তালুকদার নিঃসন্দেহে একজন কীর্তিমান পুরুষ ছিলেন।
তিনি বলেন, নশ্বর পৃথিবীতে মানুষের কর্ম অবিনশ্বর। দেহের মৃত্যু হলেও কর্মের মৃত্যু নেই। মৃত্যুর শত শত বছর পরেও কীর্তিমান মানুষের অমর অবদানের কথা মানুষ স্মরণ করে। সুতরাং নির্দ্বিধায় আমরা বলতে পারি, কীর্তিমানের মৃত্যু নেই। মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা মহান মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এড. নুরুচ্ছাফা তালুকদার নিঃসন্দেহে একজন আলোকিত ও কীর্তিমান পুরুষ ছিলেন।
এড. আলহাজ্ব নুরুচ্ছাফা তালুকদার ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে মহান মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, এ জন্য বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে আজীবন। তাঁর রেখে যাওয়া সন্তানগন স্ব-স্ব কর্মের মাঝে দীপ্তমান হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করে চলেছেন। বড় সন্তান ড. হাছান মাহমুদকে জনসেবার জন্য বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির ময়দানে ছেড়ে দিয়েছেন বলে অন্ধকার রাঙ্গুনিয়া আজ আলোকিত জনপদে পরিনত হয়েছে। তিনি আন্তর্জাতিক অঙ্গনেও একজন পরিচিত রাজনৈতিক মুখ। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখছেন প্রিয় নেতা ড. হাছান মাহমুদ এমপি। তাঁহার ছোঁয়ায় অন্ধকার রাঙ্গুনিয়া আজ আলোকিত জনপদে পরিণত।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশ উন্নত হচ্ছে। উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। আসুন রাঙ্গুনিয়ার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য চট্টলরত্ন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির হাতকে শক্তিশালী করে সরকারেরও ধারাবাহিকতা রক্ষার কাজ করি।
সভাপতির বক্তব্যে সাঈদ মাহমুদ রনি বলেন, খেলাধূলা মানুষের মন ও শরীরকে অনেক দৃঢ় করে। সুন্দরভাবে বাঁচতে শরীর ও মনের সুস্থ্যতার বিকল্প কিছু নেই। খেলাধূলা আমাদের উভয় জিনিসেরই উন্নতি সাধন করে। শৃঙখলা, ভাতৃত্ব, সম্প্রীতি সৃষ্টিতেও খেলাধূলা অনেক বেশি প্রয়োজনীয়।
Leave a Reply