এতিম গৃহকর্মীর ধুমধাম করে বিয়ে দিলেন তেতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান সমর
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter share
ধুমধাম বিয়ের আয়োজন। দেখে বোঝার উপায় নেই যাদের জন্য এরকম ধুমধাম আয়োজন সেই কনে কেউই বাড়ির মালিকের কেউ নন।
Surjodoy.com
পিতৃহীন এরকম বর-কনের ধুমধাম বিয়ের আয়োজন করে নজির সৃষ্টি করেছেন তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রজীবন থেকে রাজনীতির পথচলা শুরু করে বর্তমানে তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
The Daily surjodoy
জনপ্রতিনিধি হিসেবে তেতুলঝোড়া ইউনিয়নে এর উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সৃজনশীল কাজ করে মানুষের মন জয় করে চলেছেন। এমনই এক অনন্য আয়োজন ছিল পিতৃহারা অসহায় পরিবারের বর কনের বিয়ের অনুষ্ঠান।
The Daily surjodoy
বর কুড়িগ্রাম জেলার পাথরডুবি গ্রামের ছোবহান আলীর ছেলে শাহ জালাল (২৫)। আর কনে চান্দুলিয়া গ্রামের নাছীমা আক্তার (১৯)।
শনিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান তার নিজ বাড়ি হেমায়েতপুরে তেতুলঝোড়া কন্ট্রোলরুম অফিসে ঘটা করে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন।
The Daily surjodoy
শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, নব দম্পতির জন্য ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর বিশেষ তহবিল অর্থিকসহয়তা দেন।
The Daily surjodoy
জানতে চাইলে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে দু'টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
The Daily surjodoy
কনে নাছিমা আক্তার দীর্ঘদিন কোহিনুর বেগমের বাসার গৃহকর্মী হিসেবে পরিবারের একজন হয়ে উঠেছিল। কনে নাছিমাকে তিনি বলিয়াপুর এলাকায় রাস্তা থেকে হারিয়ে যাওয়া অবস্থায় তার বাসায় নিয়ে আসেন।নাছিমার বয়স তখন ৮ বছর ছিল,
The Daily surjodoy
ঠিক মত নাছিমা তার গ্রামের বাড়ি ও পিতার নাম না বলতে পাড়ায় তাকে কোহিনূর তার বাসায় লালন পালন করে আাসছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy