ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদ জালিয়াতির অভিযোগে একজনকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার। এর আগে, রোববার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক প্রদীপ দাস পটিয়া উপজেলার আজিমপুর এলাকার কাজল দাসের ছেলে।
এএসপি বলেন, চান্দগাঁও এলাকার হাসেম টেলিকম নামে একটি দোকানে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া পরিচয়পত্র, জন্ম সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণা করে আসছিলেন প্রদীপ দাস। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দোকানে তল্লাশি করে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এএসপি আরো বলেন, দীর্ঘদিন ধরে নিজের কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি ও প্রতারণা করে আসছিলেন বলে জিজ্ঞসাবাদে জানান প্রদীপ। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।