আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর গাবতলীর তুরাগ নদে নৌকাডুবির রেশ কাটতে না কাটতেই একই স্থানে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। রোববার বিকেলের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার পর পরই মক্কা মদিনা ও এমভি রুমানা রৌশন নামে দুটি বাল্কহেডের দুইজনকে আটক করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরে দুটি বাল্কহেডসহ তাদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে আমিনবাজার ও গাবতলীসংলগ্ন তুরাগ নদের দ্বীপনগর পাড়ের কাছাকাছি সিমেন্টবোঝাই বাল্কহেড মীম জান্নাতুল ভেড়ানো ছিল। আশুলিয়ার দিক থেকে মক্কা মদিনা নামের একটি খালি বাল্কহেড গাবতলীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা বালুবোঝাই এমভি রুমানা রৌশন বাল্কহেডটির সঙ্গে এটির ধাক্কা লাগে। এতে পাড়ে ভেড়ানো সিমেন্টভর্তি মীম জান্নাতুল বাল্কহেডের উপরে উঠে যায় এমভি রুমানা রৌশন। এরপরই সিমেন্টভর্তি বাল্কহেডটি ডুবে যায়।
বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম বলেন, সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় দুটি বাল্কহেডসহ দুইজনকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নৌ পুলিশ। নিবন্ধিত কাগজপত্রসহ কোনো অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করবে বিআইডব্লিউটিএ। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে, শনিবার ভোরে একই এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়। ঐ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এখনো মা-মেয়ে নিখোঁজ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy