ডেস্ক : কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর বিশেষ নিরাপত্তা তুলে নেয়ার পর এবার দিল্লির সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেয়া হয়েছে। আগামী ১ অগাস্টের মধ্যে তাকে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। আজ থেকে তার বরাদ্দ বাতিল করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে তিন লাখ ৪৬ হাজার রুটি পাওনা রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
বুধবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গৃহায়ণ ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে লোদি রোডে সরকারি বাংলোটি পান প্রিয়ঙ্কা গান্ধী। এখন স্পেশাল প্রটেকশন গ্রুপ সিকিউরিটি না থাকায় বাংলোটিতে থাকার অধিকার তার নেই।
ওই নোটিসে বলা হয়, লোদি এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি ৬-বি ধরনের। এটি শুধু এসসপিজি নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়ঙ্কাকে যেহেতু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো ছাড়তে হবে তাকে। এতে আরও বলা হয়, আগস্টের পর যদি প্রিয়াঙ্কা গান্ধী ওই বাংলোতে থাকেন তাহলে তাকে জরিমান গুনতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy