ফারহানা বি হেনা,
পূণ্যভূমি সিলেটে হযরত শাহপরাণ (রহ.) মাজারেও করোনা পরিস্থিতির জন্য ওরস হবে না। আগামী ১১, ১২ ও ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী (৪, ৫ ও ৬ অক্টোবর) মাজারে তিনদিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসে বিপুল সংখ্যক ভক্ত-আশেকানের জমায়েতের ফলে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় ওরস স্থগিত করেছেন মাজার কর্তৃপক্ষ। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছর যথারীতি ওরস মোবারক হবে বলে জানানো হয়েছে।
হযরত শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লি মামুনর রশিদ চৌধুরীর সভাপতিত্বে মাজার কমিটির সভায় ওরস স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। তবে সীমিত পরিসরে ওরসের মূল রীতিগুলো পালন করা হবে। এ সভায় মাজার পরিচালনা কমিটির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফিরুজ মিয়া, খাদিম গাজী ফরিদ মিয়া, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমুখ।
গত ১১ ও ১২ জুলাই হযরত শাহজালাল (রহ.) মাজারে ওরস হওয়ার কথা থাকলেও করোনার জন্য স্থগিত করা হয়েছিল। হযরত শাহজালালের ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহপরাণ মাজার সারাদেশের মানুষের কাছে অন্যতম পূণ্যতীর্থ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সিলেট সফরের শুরু হয় এই দুটি মাজার জিয়ারতের মাধ্যমে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ মাজার জিয়ারতে আসেন।
প্রসঙ্গত, দুই বছর ধরে করোনার জন্য হযরত শাহজালাল ও হযরত শাহপরাণের মাজারে সীমিত পরিসরে শুধু ওরসের নিয়ম পালন করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy