নিজস্ব প্রতিবেদক: ধানমণ্ডির আবাসিক এলাকার এক বিঘা সরকারি জমি জাল জালিয়াতি করে আত্মসাতের মামলায় ঢাকা- ৬ এর সাংসদ কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার আদালতে দুদকের উপ-পরিচালক মো জাহাঙ্গীর আলম চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে বলা হয়েছে, ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার প্লট নম্বর ৭০ (পুরাতন) ১০ (নতুন), রোড নম্বর ২ এর ১ বিঘা সরকারি জমিসহ বাড়িটি আত্মসাৎ করেছেন ফিরোজ রশীদ। ওই বাড়িটি সরকারিভাবে তৎকালীন কানাডার হাইকমিশনার মোহাম্মদ আলীর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। যা পরবর্তীকালে মরহুম মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী বেগম আলেয়া মোহাম্মদ আলী, পুত্র সৈয়দ মাহমুদ আলী ও কন্যা সৈয়দা মাহমুদা আলীর বরাবরে হস্তান্তর করা হয়।