প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২১, ৮:৫৭ পি.এম
এমপি মাহমুদ আলী করোনা ভ্যাকসিন গ্রহণ ও ভ্যাকসিন নিয়ে কোন গুজব না শুনে সকলকে টিকা দেয়ার আহবান

খানসামা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রথম ডোজে করোনার ভ্যাকসিন গ্রহন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি। ভ্যাকসিন নিয়ে কোন গুজব না শুনে সকলকে টিকা দেয়ার আহবান।
ভ্যাকসিন গ্রহনের পর তিনি বলেন,
করোনামুক্ত দেশ গড়তে ভ্যাকসিন নিয়ে কোন গুজব না শুনে, সকলকে টিকা দিতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি টিকা নিয়ে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি,কেউ গুঁজবে কান দেবেন না এবং সবাইকে করোনা ভ্যাকসিন নেওয়ার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন,প্রধানমন্ত্রীর উপহার দেওয়া করোনার ভ্যাকসিন খানসামা চিরিরবন্দরে এসেছে এটা খুব আনন্দের সংবাদ আমরা আনন্দের সাথেই করোনা ভ্যাকসিন নিজের শরীরে প্রয়োগ করলাম এবং একটু ব্যথাও অনুভব করিনি।পৃথিবীর অনেক দেশের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা টিকা গুলো নিতে পারছি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক চাহিদা পুরণে তৎপর।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy