সংবাদ বিজ্ঞপ্তি
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর পরিবেশবাদী প্রজেক্ট এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে পরিবেশের ভারসাম্য সচেতনতা রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে গাছের বিতরণ।
৬ অক্টোবর রোজ শুক্রবার বিআল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বতের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এশিয়ান গ্রীন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক উৎপল কুমার দাশ এর পরিচালনায় এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, বর্তমান বিশ্বে যেভাবে জলবায়ুর প্রভাব বেড়ে চলছে তা বাস। সারা বিশ্বের জন্য অশনি সংকেত। তাই আমাদের সকলের উচিত হবে জলবায়ু প্রভাব মোকাবেলায় সচেতন হওয়া এবং বেশি বেশি গাছ রোপন করা।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জলবায়ু প্রভাব এখন বিশ্বব্যাপী একটি আতঙ্কের নাম। তাই জলবায়ুর প্রভাব মোকাবেলায় বিশ্বের সকলকে কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই জরুরী।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, খাজা মুহিবুল্লাহ শান্তিপুরী, সংগঠক নোমান উল্লাহ বাহার, মোঃ ফয়সাল মুন প্রমূখ।
পরিশেষে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy