ফারহানা বি হেনা,
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস-এর দায়িত্ব পেলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) বি, এম, আশরাফ উল্যাহ তাহের।
বুধবার (১৪ অক্টোবর) নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস-এর দায়িত্বভার গ্রহণ করেন।
বি, এম, আশরাফ উল্যাহ তাহের বিসিএস ২৭তম ব্যাচের । তাঁর বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানায়। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপি.এস (ডিগ্রী) অর্জন করেন। বি, এম, আশরাফ উল্যাহ তাহের সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে সহকারি পুলিশ সুপার হিসেবে ৬ষ্ঠ এপিবিএন, হাইওয়ে পুলিশ রেঞ্জ, ঢাকা, সিনিয়র সহকারি পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা, ইউএন মিশন-হাইতি, ধর্মপাশা সার্কেল, সুনামগঞ্জ এবং অতিঃ পুলিশ সুপার হিসেবে পাথরঘাটা সার্কেল, বরগুনায় দায়িত্ব পালন করেছন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
Leave a Reply