প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২১, ২:৩৩ এ.এম
এসিআই কোম্পানির সুগন্ধ চাল উদ্ধার দুই প্রতারক আটক
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে এসিআই কোম্পানির ১৩ মেট্রিক টন চিনিগুড়া প্রিমিয়াম সুগন্ধি (আতব) চাল নিয়ে নিখোঁজ হয় আন্তঃজেলা প্রতারক চক্র।
এ ঘটনার তিনদিন পর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিকের ভাই সুশান্ত কুমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ট্রাকটি নিখোঁজের ১৬ দিন পর গত সোমবার রাতে রংপুর জেলার গঙ্গাচড়া বাজারস্থ মেসার্স নাঈম ট্রেডার্স এর গোডাউন থেকে ৮ হাজার ৯ শত ৪০ কেজি চাল উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ।
আটককৃরা হলেন, বগুড়া জেলার শেরপুর থানার সদর উপজেলার হাসড়া গ্রামের মৃত বাদুল্লা মন্ডলের ছেলে হেলাল উদ্দিন মন্ডল (৪৬) ও রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গৃরিয়ারপাড় গ্রামের তাঁজ উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৮)।
থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিক সুব্রত চক্রবর্তী ওরফে অশোক। তার প্রতিষ্ঠানটি উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে অবস্থিত।
তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাক ভাড়া করে মালামাল পরিবহণ করেন। মহাদেবপুরের সরস্বতীপুর এলাকার ‘এসিআই ফুডস লিমিটেড’ এর সাথে গাড়ি সরবরাহের চুক্তি আছে।
গত ১৮ এ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে শামীম হোসেন নিজেকে ট্রাক চালক পরিচয় দিয়ে তার কাছে জানতে চান কোন ট্রিপ (ভাড়া) আছে কিনা। জবাবে তিনি ট্রিপ নাই বলে জানান। পরপর ভিন্ন নম্বর থেকে তিনবার তাকে ফোন দেয়া হয়।
শেষবার দুপুর ১২ টার দিকে ফোন দিয়ে আবারও অনুরোধ করা হয় তারা ঢাকা থেকে প্লাস্টিকের মাল নিয়ে এসেছিল। আবারও ফিরে যাবে। তবে ট্রাক ফাঁকা না নিয়ে কোন কিছুর ট্রিপ নিয়ে যেতে চান।
মহাদেবপুরের নওহাটা মোড়ে তারা অপেক্ষা করছে। এর কিছুপর সুব্রত চক্রবর্তী তাদের জানায় এসিআই কোম্পানির সুগন্ধি চাল আছে যা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাজারে যাবে।
পরে ১১ হাজার টাকায় চুক্তি হয়। ট্রাকে মালামাল উঠিয়ে কাগজপত্র সবকিছু সম্পূর্ন করে দুপুর ২ টার দিকে তারা নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। কোম্পানির ম্যানেজার জাকির হোসেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে রাস্তায় যানজটের মধ্যে আছে বলে জানায়।
নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা গন্তব্যে না পৌঁছায় সন্দেহ হয়। পরে ২১ এপ্রিল সুব্রত চক্রবর্তীর ছোট ভাই সুশান্ত কুমার বাদী হয়ে চালক হাবিবুর রহমান ও হেলপার শামীম হোসেন সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে থানায় থানায় সাধারন ডায়েরী করেন।
পরে পুলিশ অভিযানে চালিয়ে গত ৩ মে সোমবার দুপুর ২ টার দিকে বগুড়া থেকে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করে। তার দেয়া তথ্যমতে ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে লেবু মিয়াকে আটকসহ এসিআই কোম্পানির ৮ হাজার ৯ শত ৪০ কেজি সুগন্ধ (আতব) চাল উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ দৈনিক সূর্যোদয়কে বলেন, অভিযোগ আমলে নিয়ে বিশেষ অনুসন্ধান চালানো হয়। গোপন সংবাদে প্রথমে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করা হয়। সে এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তার দেয়া তথ্যমতে লেবু মিয়াকেও চাল উদ্ধারসহ আটক করা হয়।
ওসি আরো বলেন, আটককৃতরা এবং চালক-হেলপার আত্মীস্বজন। তারা আন্তঃজেলা প্রতারকচক্র। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদের আটকসহ বাঁকী চাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy