আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
এস এল এ মানবাধিকার সংস্থা (সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা) ভাকুর্তা ইউনিয়ন এর মশারি খোলা বটতলী হইতে বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে এই সংস্থা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক ফ্যামিলিকে ১ কেজি চিড়া। হাফ কেজি মুড়ি। হাফ কেজি গুড় ও ১০ প্যাকেট ওরস্যালাইন এবং একটি করে মাস্ক বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করেন। প্রায় সত্তরটি পরিবারের মাঝে সুস্থ ও সুন্দর ভাবে বিতরণ করেছেন।
এই সময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ইন্টালিজেন্ট অফিসার জনাব মো. আল আমিনে এই ছাড়া ও উপস্থিত ছিলেন উক্ত সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ জে এইচ রানা। সাধারণ সম্পাদক ইঞ্জিঃ অনিকুল ইসলাম। হুমায়ুন কবির পরিচালক। ঢাকা জেলার সদস্য সিয়াম হোসেন। ভাকুর্তা ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম সহ সকল ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।
উক্ত সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ জে এইচ রানার সাথে আলাপ করলে তিনি জানান, আমাদের সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা যাতে আরও দান অনুদান ও সহযোগিতা করতে পারি সেজন্য আপনারা ও দেশবাসী সকল সহকর্মী বিন্দু আমাদের জন্য দোয়া করবেন।
ইন্টালিজেন্ট অফিসারকে প্রশ্ন করা হলে তিনি জানান, উক্ত সংস্থার কার্যক্রম গুলি নির্বিধায় ভালো কাজ। যতক্ষণ ভালো কাজ করবেন ততক্ষণ আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা আপনাদের সংস্থার প্রত্যেক সদস্যকে কাউন্সিলিংয়ের মাধ্যমে এইভাবে উজ্জীবিত এবং সঠিক পথে রাখবেন এটাই আমার প্রত্যাশা।।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy