শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি :
কক্সবাজারে কারাবন্দি শিক্ষার্থী সিফাতের মুক্তির দাবিতে বরগুনা জেলার বামনায় উপজেলায় আয়োজিত মানববন্ধন পন্ড করার সময় সংশ্লিষ্ট থানার এক সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) কে প্রকাশ্যে সতে সতে মানুষের সামনে ওসির থাপ্পড় মারার ঘটনায় তদন্তে নেমেছে জেলা পুলিশ। ঘটনার তদন্তে ইতিমধ্যে গঠিত ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি কাজ শুরু করেছেন। তবে পুলিশের দাবি, শুধু থাপ্পড় নয় পুরো ঘটনারই তদন্ত করছেন তারা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলো, জেলার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এবং পুলিশ অফিসের ইন্সপেক্টর (ক্রাইম) মোঃ সোহেল।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম জানান, সিফাতের মুক্তির দাবির মানববন্ধনকে কেন্দ্র করে পুরো ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাকে প্রধান রাখা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে আমরা আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবো।