শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
রোববার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা , বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।
আজ ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়ার জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা পরিষদ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য ব্যক্তি পুষ্পস্তবক অর্পণ করেন।