পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছা পৌরসভার স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন করেছেন ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে প্রতিনিধিরা বৃহস্পতিবার সকালে পৌরসভার সরল খাঁ দীঘির পাড়স্থ পাইপ লাইনের পানি সরবরাহ প্রকল্প, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনা ও মঠবাটী দাখিল মাদরাসার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উন্নতমানের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক উদিসা ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশ এর ইয়াসিন আরাফাত, নবলোকের সহকারী পরিচালক এম মোস্তাফিজুর রহমান সেতু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আসমা আহমেদ, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, প্রকৌশলী নূর আহম্মাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, নবলোকের উপজেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল-মামুন ও হাদিউজ্জামান। উল্লেখ্য, ওয়াটার এইড বাংলাদেশ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা নবলোক পৌরসভার স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে আসছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy