আনোয়ার হোসেন আন্নু
প্রতি বছরের ন্যায় সাভারে এবারও সমাজের অসহায় ও দুস্থদের মানুষদের জন্য দিন ব্যাপী আয়োজন করা হলো এক মিনিটের ঈদ বাজার। সোমবার দুপুরে উপজেলার হেমায়েতপুর এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এ এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়। ব্যক্তিক্রমধর্মী এক মিনিটের ঈদ বাজার উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
এই ঈদ বাজারে প্রতিটি স্থানে ছিল অস্থায়ী বিভিন্ন স্টল , যা থেকে নতুন জামা কাপড়, শার্ট, শাড়ি, লুঙ্গি,জুতা সহ ছিল খাদ্য সামগ্রী পোলাওয়ের চাল, তেল, দুধ, শেমাই, চিনি, আলু, পেয়াজ, দেশী মুরগীসহ নানান সামগ্রী।
এসময় ফখরুল আলম সমর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে দুস্থ অসহায় মাঝে খাবার দেবার পাশাপাশি মুখে হাসি ফোটানোর জন্য বিনামূল্যে এই আয়োজন।
বিনামূলে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সমাজের নানা বয়সী অসহায়রা। প্রথম দিন ২শ ৫০ জন পরিবারের মাঝে নতুন জামা কাপড় সহ ঈদ সামগ্রী দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy