ফারহানা বি হেনা, বিশেষ প্রতিনিধি
ওসমানীনগরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে চাচী খুনের মূল হোতা পলাতক আসামী ইমন মিয়া (২২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ইমন উপজেলার সাদীপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ওই হত্যা মামলার অপর আসামী আবুল কালামের পুত্র। মামলা দায়ের পর থকে ইমন পলাতক থাকায় অবশেষে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে রবিবার দিবাগত রাতে থানার এস আই স্বাধীন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার তিলক এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা। পরবর্তীতে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে চার্জসিট দাখিলের পর আদালত ইমনসহ অনান্য পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আবুল কালামের পুত্র ইমন মিয়া ও আব্দুর রহিমের পুত্র আজিজুলের মধ্যে গত ৮ ফেব্রুয়ারী ট্যাংক নির্মান নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষ থামাতে তাদের চাচী আব্দুর রউফের স্ত্রী আরিফুল নেছা এগিয়ে এলে সংঘর্ষে লিপ্তকারীদের ধারালো অস্ত্র (ছুলফি).র আঘাতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারী নিহতের পুত্র মিজানুল ইসলাম বাদি হয়ে আজিজুল ইসলাম, আব্দুর রহিম, ইমন মিয়া, আবুল কালামের নাম উল্লেখ করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং -৫ জিআর-১৭। ওসমানীনগর থানার এসআই স্বাধীন তালুকদার ইমনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy