নিজস্ব প্রতিবেদকঃ সেনাবাহিনীর সাবেক মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের সাজানো পাঁচটি মামলা থেকে সম্প্রতি জামিনে কারামুক্ত হয়েছেন নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।
এবার ওসি প্রদীপের মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কথিত বন্দুকযুদ্ধে নিহত উখিয়ার কুতুপালংয়ের সাবেক মেম্বার বখতিয়ার আহমদের তিন ছেলে হেলাল উদ্দিন, বোরহান উদ্দিন ও কায়সার উদ্দিন।
বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টে শুনানি শেষে তাদেরকে আগাম জামিন দিয়েছেন আদালত। ৬ নং কোর্টের বিচারক শেখ হাসান আরিফ ও খন্দকার দিলারুজ্জামানের সমন্বয়ে এ আদেশ প্রদান করা হয়। বাদীপক্ষের আইনজীবী আবদুল মতিন খসরু ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবীরা জানান, বাসা থেকে তুলে নিয়ে গত ২৩ জুলাই দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মেম্বার বখতিয়ার আহমদকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়। এতে নিহত বখতিয়ার মেম্বারের তিন ছেলেকেও আসামি করা হয়েছিল। ওই সময় টেকনাফ থানার ওসি ছিলেন প্রদীপ কুমার দাশ।তার নেতৃত্বেই বখতিয়ার মেম্বার কে সাজানো বন্দুক যুদ্ধে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy