
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে
ইঞ্জি. হাফিজুর রহমান খান, কক্সবাজার:
Facebook Twitter share
মৃত দুইজন হলেন টেকনাফের চাকমারপুল ক্যাম্পের জি ব্লকের নুর হাসিনা ও উখিয়া ক্যাম্পের জে ব্লকের রহিম উল্লাহ।
Surjodoy.com
শনিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন টেকনাফের চাকমারকুল ক্যাম্পের জি ব্লকের নুর হাসিনা ও উখিয়া ক্যাম্পের জে ব্লকের রহিম উল্লাহ।
The Daily surjodoy
বিষয়টি আমাদের পত্রিকা প্রতিনিধি ইঞ্জি. হাফিজুর রহমান খান কে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম। তিনি জানান, চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসতঘর সংলগ্ন পাহাড় ভারী বৃষ্টিতে ধসে পড়ে। এতে রোহিঙ্গা নারী নুর হাসিনা মাটিতে চাপা পড়েন।
The Daily surjodoy
সংবাদ পেয়ে ক্যাম্পের ভেতর টহলরত এপিবিএনের ফোর্স ও আশপাশের লোকজন উদ্ধার কাজ শুরু করে। ওই নারীকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply