সোমেন সরকার
শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার কোণাখালী ইউনিয়নের মরংঘোনা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ১২টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ১৭ পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্য জাফর আলম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, এই অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply