নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সমুদ্র উপকূলে ভাসমান একটি ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাছ লুট করে জেলেদের জলদস্যুরা হত্যা করেছে বলে ধারণা উদ্ধারকারীদের। রোববার সকালে নাজিরাটেক পয়েন্টে স্থানীয় লোকজন ট্রলারটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা জানান, মাছ ধরার ট্রলারটির পাটাতনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
১৫ থেকে ২০ দিন আগে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে উদ্ধারকারীরা বলছেন, জলদস্যুরা মাছ লুট করে জেলেদের হত্যা করে পাটাতনের ভেতর ঢুকিয়ে রাখে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, ট্রলার থেকে উদ্ধার মরদেহগুলো প্রায় গলে গেছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহগুলো কোথা থেকে, কীভাবে এসেছে তা এখনও জানা যায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy