কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে এবার ১৩ লাখ ইয়াবার বড় চালান জব্দ র্যাব। সাথে ইয়াবা চালান পাচাকারী দুই ইয়াবাকারবারিকেও আটক করা হয়েছে। ২৩ শে আগস্ট বিকাল ৫টা দিকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট থেকে সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় র্যাব। এসময় এই চালান বহন করা একটি মাছধরার বোটও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের পুত্র মোঃ বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এইচ ১৪ ব্লকের বশির আহমদের পুত্র মোঃ আয়াছ (৩৪)।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় র্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
তিনি জানান, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবাবাহী একটি মাছ ধরার বোট বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার গভীর সাগর পথ ছেড়ে নদী পথে আসার খবর পায় র্যাব। এই খবর পেয়ে টেকনাফেই ওই বোটটি চিহ্নিত করে ধাওয়া করে র্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। ধাওয়া খেলেও বৈরি আবহাওয়ার কারণে বোটটি গভীর সাগরের দিকে পালাতে পারেনি।
এক পর্যায়ে বোটটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি আটক করে র্যাব সদস্যরা। বোটে থাকা দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে বোটের গোপন জায়গায় লোকানো অবস্থা থেকে ইয়াবার একটি বিশাল পোটলা উদ্ধার করা হয়। পরে গুণে জানা দেখা গেল,, ওই পোটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর সাথে আটক করা দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের তারা জানিয়েছে, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিলো।
Leave a Reply