
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ২৯,২৭০ পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গতকাল শুক্রুবার ০৫ জানুয়ারি সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে সালাউদ্দিন সুমন (৩৩) নামে এক জনকে আটক করা হয়। সে ফেনী জেলার দাগনভূইয়া থানাধীন সালামনগর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-১৫,এর সহকারী পরিচালক (মিডিয়া) ,সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন নূর আবাসিক হোটেলে মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পালিয়ে যাওয়ার সময় এক জনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২৯,২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ জেলা ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদেরকে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply