প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২১, ৭:২৪ পি.এম
কক্সবাজারে ৫৩৫ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
একসাথে স্মরণকালের সবচেয়ে বেশি মাদকদ্রব্য ধ্বংস করা হলো কক্সবাজারে। যার বাজারমূল্য পাঁচশো ৩৫ কোটি টাকারও বেশি। দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কক্সবাজার রিজিয়নের দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধংস করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকরোধে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি, আরো কঠোর হতে বললেন আইনশৃঙ্খলা বাহিনীকে।
এ যেন মাদকের প্রদর্শনী। সাজানো আছে ইয়াবা, মদ, বিয়ারসহ নানা মরণ নেশা। যার ছোবলে প্রতিনিয়ত ধংসের দিকে যাচ্ছে দেশের তরুণ প্রজন্ম।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কক্সবাজার রিজিয়নের বিভিন্ন ইউনিট গত তিন বছরে উদ্ধার করে এসব মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ১ কোটি ৭৭ লাখ ইয়াবা, পাঁচ হাজার ৭৯৯ বোতল মদ, সাড়ে ৩৩ হাজার ক্যান বিয়ারসহ বিভিন্ন ধরণের মাদক। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে যা ধ্বংশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই।
স্মরণকালের সবচেয়ে বড় এই মাদকদ্রব্য ধ্বংসের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রী আহ্বান জানান, মাদক রোধে পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসার। কঠোর হতে নির্দেশ দেন আইনশৃঙ্খলা বাহিনীকে।
উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য পাঁচশো পয়ত্রিশ কোটি টাকারও বেশি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy