প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ১০:৪৫ পি.এম
কক্সবাজার উখিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যু হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত আনোয়ারা বেগম উপজেলার রাজাপালং হরিণমারা গ্রামের আলী আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগমকে পড়ে থাকতে দেখি। তবে তারা স্বামী-স্ত্রীর জগড়ার মধ্যে এক পর্যায়ে লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।
পরে এলাকাবাসী আনোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে উখিয়া উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রহমত উল্লাহ তার মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy