নিজস্ব প্রতিসবেদক
কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ভোরে কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের একটি টহল টীম নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. সালেহ আকরাম জানান, কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটা বড়ো চালান মিয়ানমার থেকে সমুদ্র পথে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে ভোর রাতে নাফ নদীর মোহনায় অভিযান চালায়।
এ সময় নাফ নদীর মোহনায় একটি ছোট ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে ধাওয়া করে। এ সময় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ট্রলার আরোহীরা পানিতে ঝাপ দিয়ে মিয়ানমারের দিকে সাঁতার কেটে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে দুই বস্তা ইয়াবা পায়। গননা করে এতে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ ইয়াবা ও ট্রলার টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply