প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২১, ৩:৩১ পি.এম
কক্সবাজার টেকনাফে ২৫২ বোতল হুইস্কি ও নৌকাসহ তিন মিয়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ২৫২ বোতল রয়েল গ্রান্ড হুইস্কি ও ইঞ্জিন চালিত নৌকাসহ ৩জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।
১৮ মার্চ (বৃহস্পতিবার) ভোররাত ২টায় মায়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন এবং শাহপরীরদ্বীপ আউটপোস্টের যৌথ টহলদল টেকনাফ ষ্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরাম (এক্স,বিএনভিআর) সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টহলে যায়।
কিছুক্ষণ পর একটি ইঞ্জিন চালিত নৌকা শাহপরীর দিকে আসতে দেখে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা স্পীডবোট নিয়ে ধাওয়া করে ইঞ্জিন নৌকাটি আয়ত্তে নেয়। এরপর তল্লাশী চালিয়ে সাড়ে ১০ কার্টুনের মধ্যে ২৫২টি বিদেশের তৈরী রয়েল গ্রান্ড হুইস্কিসহ নৌকাটি জব্দ করে এবং মাদক পাচারের অভিযোগে নৌকায় থাকা ৩জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ইঞ্জিন নৌকাটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy