সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
জ জুমাবার (২২ অক্টোবর) কক্সবাজার সমুদ্র সৈকতে মৌসুমের সর্বোচ্চ পর্যটক সমাগম হয়েছে।
এখন করোনা নেই, চমৎকার আবহাওয়া। শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়নি পরীক্ষাও। এই সুযোগে কক্সবাজারে বেড়ানো।
আজ সৈকতে দেখা গেছে সকল শ্রেণী পেশা ও বয়সের ভ্রমণ পিয়াসুদের সমাগম।
দেখা গেছে কেউ সাগরের পানিতে গোসল করে তৃষণা মিটাচ্ছেন। আর কেউ ঘোড়ায় চড়ে সৈকতের বিস্তীর্ণ এলাকা ঘুরে বেড়াচ্ছেন অথবা ছাতা চেয়ারে বসে সৈকতের সৌন্দর্য ও চমৎকার আবহাওয়া উপভোগ করছেন।
এদিকে বরাবরের মতোই কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকায় দেশি-বিদেশি পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করতে আনন্দ উপভোগ করে থাকেন।
এখন অতীতের চেয়ে কক্সবাজার যাতায়াত অনেক আরামদায়ক হয়েছে। সড়কপথে যেমন পরিবহন সংস্থায় আরামদায়ক গাড়ি যুক্ত হয়েছে। তেমনি ভাবে আকাশপথে ও বেড়েছে বিমানের ফ্লাইট সংখ্যা।
ব্যাপক পর্যটক আগমনে কক্সবাজারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় যেমন ব্যস্ত। একইভাবে এই পর্যটকদের স্বাগত জানিয়ে তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে কক্সবাজারের হোটেল-মোটেল গেষ্ট হাউজ মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy