প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ৭:৫৬ পি.এম
কঠোর নকডাউন সামনে রেখে সৈয়দপুরে পুলিশের র্যালি

কঠোর নকডাউন সামনে রেখে সৈয়দপুরে পুলিশের র্যালি
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
চলমান বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নীলফামারীর সৈয়দপুরে চলমান লকডাউন কার্যকর করতে এবং কঠোর লকডাউন সামনে রেখে সৈয়দপুর থানা পুলিশ একটি সচেতনতামূলক মটোর সাইকেল র্যালি বের করেন।
(২৯জুন) সন্ধ্যায় শহীদ ডা: জিকরুল হক রোডের শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর থানার সামনে শেষ করেন। র্যালিতে লক্ষ্যনীয় মোটরসাইকেল ও পুলিশ ভ্যানে পুলিশ সদস্যরা অংশ নেয়।
র্যালিতে সৈয়দপুর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সরোয়ার,আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম বলেন, করোনা পরিস্থিতি উর্ধ্বমূখী হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে সরকার চলমান লকডাউনের পাশাপাশি আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষনা করেছে।
জনস্বার্থে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে। তিনি সকলের প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy