প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৩:১৯ পি.এম
কঠোর লকডাউনের সপ্তম দিন পুলিশ বাহিনীর তৎপর,সাধারণ জনগণ ঘরবন্দি

কঠোর লকডাউনের সপ্তম দিন পুলিশ বাহিনীর তৎপর,সাধারণ জনগণ ঘরবন্দি
উবায়দুল্লাহ খানজাহান আলী খুলনাঃ
খুলনার ফুলবাড়িগেট, বাদাম তলা, শিরোমণি এবং ফুলতলা সহ বিভিন্ন অঞ্চলে লকডাউন বাস্তবায়নে খুলনা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে।চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে, সাধারণ জনগণ রয়েছে ঘরবন্দি,
বেপাকে রয়েছে মধ্যবিত্ত পরিবার।কাচাঁ বাজারের জন্য কিছু সময় ধ্যার্য করা হলেও মধ্যবিত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে হাহাকার।মধ্যবিত্ত পরিবার পারছে না কিছু করতে সন্মানের ভয়ে,কারন মধ্যবিত্ত পরিবারের রয়েছে সুধু সন্মানটুকু।পারছে না নিম্ন কিছু করতে বা মানুষের কাছে হাত পাততে,এজন্যই মধ্যবিত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে চরম দুর্দশা হয়ে পড়েছেন,দুর্দশাগ্রস্ত।
খোজ খবর নিয়ে দেখা যায়,বিত্তবান"রা গচ্ছিত অর্থদিয়ে চলতে পারছেন তবে খুলনা অঞ্চলের ইজিবাইক,ভ্যান,কৃষিকাজ করে চলতে পারছে এক শ্রেনির মানুষ মূখথুবড়ে ঘরবন্দি রয়েছে মধ্যবিত্ত পরিবার।খুলনা জেলার বিত্তবাণদের বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে আপনারা এ মহামারী করোনা ভাইরাসের কারনে লকডাউন হওয়ায় মধ্যবিত্ত পরিবারের সদস্যদের পাসে দাড়ান,
মধ্যবিত্ত পরিবার মুখফুটে কারো কাছে কিছু চাইতে পারছে না,কিছু বলতে পারছে না,পেট-চাপা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘরবন্দি রয়েছে।এদিকে,চলমান কঠোর বিধিনিষেধ লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সপ্তম দিনে রয়েছে তৎপর।
করোনা মহামারী রুপ ধারন করায় সকল কে ঘরে থাকতে অনুরোধ করেন।অপ্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেন না,অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে অবস্যই মাস্ক পরিধান করবেন।খুলনা জেলার সকল উপজেলায় আইনশৃঙ্খলা স্বাস্থবিধী মেনে চলতে মাইকিং সহ স্বাস্থ্যসামগ্রী,মাস্ক বিতারণ করছেন প্রতিনিয়ত।
আপনারা সরকারি নির্দেশ মেনে ঘরে থাকুন,নিজে বাচুন,নিজের পরিবার কে বাচান।তাই আপনারা লকডাউনের ভিতর কেউ ঘর থেকে বের হবেন না,পরিবার পরিজন নিয়ে ঘরে থাকুন,সুস্থ্য থাকুন বলেও জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy