বিশেষ প্রতিনিধি: নিরেন দাস
"চাকরি নয়, সেবা"এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ শে ফেব্রুয়ারি) সকাল জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করা হয়।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৩ এর দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই-(Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌঁড়),দ্বিতীয় ইভেন্ট (পুশ আপ), তৃতীয় ইভেন্ট (লং জাম্প), চতুর্থ ইভেন্ট (হাই-জাম্প)-এ বিভিন্ন কোটা ভিত্তিতে পুরুষ এবং নারী যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ-২০২৩-এ শুধুমাত্র যোগ্য ও মেধাবীদেরই চাকরি দেয়া হবে। কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যোগ্যতার পরীক্ষার্থীদেরই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।
পুলিশ সুপার আরো বলেন,কেউ যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সকলকে সর্তক থাকার আহ্বানও জানান তিনি। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy