প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২০, ২:১১ পি.এম
কবিতা জিজ্ঞাসা-লেখক নজরুল ইসলাম আশিক
ইসমাইল হোসেন ময়মনসিংহ
সত্য মিথ্যার এ ভূবনে, সবি জানে আপন মনে, প্রকাশে না কেও আনমনে, বোধগম্য নয় কোন কারণে,
তবে কি সত্য অন্তর্দ্বানে? নিজ স্বার্থ সাধন ক্ষনে, অনিচ্ছার সমর্থনে,
চাহিদার চাপ স্বরনে, ক্ষমতার আরাদনে,এতে ও কি সত্য অন্তর্দ্বানে?
মায়া মমতার বন্ধনে, ভালোবাসার গুন্জনে,সুখ শান্তীর সন্ধানে, মিথ্যার জয় গানে,এতে ও কি সত্য অন্তর্দ্বানে? ক্ষমতাবানের প্রহসনে, বিদ্বানের আত্নহীনে, লোভীদের আমন্ত্রনে, নির্বোধের সব গ্রহনে,
তাতেই কি সত্য অন্তর্দ্বানে?
সত কর্ম ক্রান্তীতে, লোভ ঘৃনা ভুলভ্রান্তীতে,সত সাহস জাগাতে, ভ্রাত্যিত্ব বোধ বাড়াতে, নির্লজ্জতা এরাতে, স্ব কর্তব্য তরাতে, মুনুষ্যত্ব গড়াতে, কপটতা সরাতে, এলো কি ত্রাতা? ছোট খুকার অগ্নিরূপ, বুড়োদের কাঁপে বুক, সকল মিথ্যা হুংকার, ভেঙ্গে হলো চুরমার,
আর কিছু লাগে কি লজ্জার?
সভ্যতার এবার লজ্জা হওয়ার প্রয়োজন, ভুলে যাওয়া দরকার মিথ্যা সব আয়োজন, উদিয়মান হবে কি এবার সত্যের নিশাণ? স্বাধীকার সাধ্য মত,রও সবে কর্তব্য রত হবো না কেও লজ্জিত-সবাই মার্জিত
হবো,তবেই তো উন্নত হবে সমাজ, দেশ ও জাতির ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy