নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার মারা গেছেন।
রোববার দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নুরুল আনোয়ারের মৃত্যু হয় বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
অধ্যাপক ডা. নুরুল আনোয়ার ঢাকা মেডিকেল কলেজের ১৯৬১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ফার্মাকোলজি বিষয়ের এই শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ, সাবেক আইপিজিএমআরের (ইনস্টিটিউট অব পোস্ট গ্রাডুয়েট মেডিকেল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি।
অবসর নিয়ে ইব্রাহিম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান, ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক নুরুল আনোয়ার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy