আর পরিচালক সমিতি থেকে প্রাপ্ত তথ্য মতে, করোনা শনাক্ত হবার আগে মার্চ মাসে দুটি ছবি নিবন্ধন হয়। ছবি দুটি হচ্ছে- কবরী পরিচালিত এই তুমি সেই তুমি এবং মালেক আফসারীর টেনশন। এরপর করোনার এই সময় কালে তিনটি ছবির নাম নিবন্ধিত হয়েছে।
এর মধ্যে গেল জুনে পরিচালক সমিতিতে নতুন দুটি ছবি নিবন্ধিত হয়েছে। একটি হলো মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সবুজছায়া এবং অপরটি হলো মো. দ্বীন ইসলাম পরিচালিত চরিত্র। আর জুলাই মাসের প্রথম ছবি হিসাবে তরুণ নির্মাতা সাজ্জাদ খানের জিহাদ-এর নাম নিবন্ধন করা হয়েছে।
জিহাদ-এর কাজ আগষ্ট মাসে শুরু কথা বললেও বাকী ছবিগুলোর কাজ সহসা শুরু হবে না বলে জানা গেছে। একই সঙ্গে জানা গেছে সরকারী অনুদান প্রাপ্ত ১৬টি চলচ্চিত্রও পর্যায়ক্রমে নিবন্ধিত হবে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছন, এই ছবিগুলো শুরু হলে কিছু শিল্পী ও কলা-কুশলী আপাতত কাজে ফিরতে পারবেন। তাদের জীবন ও জীবিকার সাময়িক একটা ব্যবস্থা হবে। কিন্তু এসব ছবিগুলো মুক্তি পাবে কোথায়? হল বন্ধ থাকা ও হলের সংখ্যা কমে যাওয়ায় সেই চিন্তাতেও রয়েছেন তারা। আবার অনেকেই উন্নত দেশের মতো অ্যাপসের মাধ্যমে ছবি মুক্তি দেয়ার পরামর্শও দিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy