ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলচ্চিত্র প্রযোজক হাজি মোজাম্মেল হক সরকার মারা গেছেন।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয়েছে বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
তার বয়স হয়েছিল ৫৫ বছর।
খসরু জানান, করোনাভাইরাসে এই প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট কারো মৃত্যু হলো। তার মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি।
“চারদিন আগে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থার অবনতি হলে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সোমবারই। সেদিনই তার মৃত্যু হলো।”
তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য ছিলেন। নিজের মালিকানায় মেসার্স ভাওয়াল পিকচার্সের ব্যানারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন মোজাম্মেল।
তার প্রযোজিত শেষ ছবি শাকিব খান-অপু বিশ্বাস জুটির চলচ্চিত্র ‘পাংকু জামাই’; সেটি মুক্তি পায় ২০১৮ সালে।
তার মরদেহ গ্রামের বাড়ি গাজীপুরে নেওয়া হয়ে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy