দিনাজপুর বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহের জন্যে পাঠানো হয়েছিল। আজ শনিবার পরীক্ষার ফলাফলে তিনি করোনা শনাক্ত হয়।
ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, এর আগে বিরামপুরের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলায় এ পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।