আমান উল্লাহ প্রতিবেদকঃ
ক্ষমতা ভোগের জন্য নয়, বরং মানুষের জন্য কাজ করতে বারবার সরকারে এসেছি বলে মন্তব্য করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার সংসদে বিশেষ প্রস্তাব উত্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রাজনৈতিক দলগুলোকে পরমসহিষ্ণুতা ও পারষ্পারিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের বিশেষ আলোচনায় বসছে জাতীয় সংসদ। বুধবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের স্মারক বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন।
স্মারক বক্তৃতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির ভাষন শেষে বিরতির পর সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাধারণ আলোচনার শুরুর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্য কাজ করতেই সরকার গঠন করেছে তার দল, ক্ষমতা ভোগের জন্য নয়।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের উপর আস্থা থাকায় বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনার ফলে আওয়ামী লীগ সরকার আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পারছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তাঁর আনিত প্রস্তাবের উপর সাধারন আলোচনা শুরু করেন সংসদ সদস্যরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy