প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২১, ১২:৫৭ এ.এম
করোনায় কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ নওগাঁ জেলা পুলিশ

সুবীর দাস, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র, অসহায় ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
আজ সোমবার শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে বিকাল ৫টায় ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাইদ, সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল বিন আহসান প্রমুখ।
জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, পুলিশের উদ্যোগে ইতোমধ্যে নানামুখী কর্মসূচী পালিত হয়ে আসছে। ইফতার বিতরণও তারই অংশ করোনা মোকাবেলায় ঘরে থাকার বিকল্প নেই।
নিম্নবিত্তের মানুষ, যাদের চলায় অসুবিধা হচ্ছে তাদের অনেকের বাসায়ই খাবার পৌঁছে দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy